এক তলা বাড়ির খরচ সম্পর্কে ধারনা

এক তলা বাড়ির খরচ সম্পর্কে ধারনা


বাড়ি তৈরির খরচ জানতে হলে কিছু বিষয় আগে জানা দরকার যেমন – জায়গার মাপ, রুম কয়টি, দরজা- জানালা কয়টি, দামি না কম দামি উপকরন ব্যবহার করবে ইত্যাদি। এই ধরনের বিষয়ের উত্তর ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। তাই এই লিখায় বাড়ি তৈরির খরচের একটি ধারনা দিচ্ছি। এই ধারনা থেকে তথ্য নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী হিসাব করে নিতে পারেন।
সম্ভাব্য মোট খরচঃ-
আমরা দেখেছি একটি এক তলা বাড়ি তৈরি করতে ১ স্কয়ার ফুটে খরচ হয় ১২০০ থেকে ১৫০০ টাকা (সকল খরচ)। অর্থাৎ কম করে হলে প্রতি স্কয়ার ফুটে ১২০০ টাকা এবং জাঁকজমক হলে প্রতি স্কয়ার ফুটে ১৫০০ টাকা খরচ হবে। এখানে ২০০০ স্কয়ার ফুটের বাড়ি তৈরির সম্ভাব্য মোট খরচ দেখানো হল। আপনি আপনার জায়গা অনুযায়ী হিসাব করে নিয়েন।

« সম্ভাব্য মোট খরচ=১২০০×২০০০=২৪,০০,০০০ টাকা
কোন খাতে কত খরচঃ-
উপরে আমরা দেখেছি প্রতি স্কয়ার ফুটের খরচ ১২০০ টাকা করে হলে ২০০০ স্কয়ার ফুটের বাড়ি তৈরির সম্ভাব্য মোট খরচ হয় ২৪,০০,০০০ টাকা। এখন আমরা দেখবো মোট খরচের ২৪,০০,০০০ টাকার মধ্যে কোন খাতে কত খরচ হয়। নিচে খাত ভিত্তিক খরচ উল্লেখ করা হল।

« লেবার খরচ=২৫% (৬,০০,০০০ টাকা)

« ইটের খরচ=১২% (২,৮৮,০০০ টাকা)

« সিমেন্টের খরচ=১৩% (৩,১২,০০০ টাকা)

« দরজা জানালার খরচ=১২% (২,৮৮,০০০ টাকা)

« রডের খরচ=১০% (২,৪০,০০০ টাকা)

« বালি ও খোয়ার খরচ=৫% (১,২০,০০০ টাকা)

« ইলেক্ট্রিকেলের খরচ=৮% (১,৯২,০০০ টাকা)

« প্লাম্বিং এর খরচ=১০% (২,৪০,০০০ টাকা)

« যাতায়াতের খরচ=২% (৪৮,০০০ টাকা)

« অন্যান্য খরচ=৩% (৭২,০০০ টাকা)

An idea about the cost of a 1 (one) storey house
If you want to know the cost of building a house, you need to know some things first, such as – the size of the place, how many rooms, how many doors and windows, whether to use expensive or less expensive materials, etc. The answer to such a question will be different for different people. So in this article I am giving an idea of the cost of building a house. You can take the information from this idea and calculate according to your needs.
Probable Total Cost:-
We have seen that to build a single storey house costs 1200 to 1500 taka per square feet (all expenses). That is, if it is reduced, it will cost 1200 rupees per square foot and if it is grand, it will cost 1500 rupees per square foot. Here is the possible total cost of building a 2000 sq ft house. You calculate according to your place.

« Total potential cost = 1200 × 2000 = Rs. 24,00,000
How much cost in any sector:-
Above we have seen that if the cost per square foot is Rs 1200 then the total cost of building a house of 2000 sq ft is Rs 24,00,000. Now we will see how much is spent in any sector out of the total expenditure of Rs. 24,00,000. Sector wise cost is mentioned below.

« Labor cost = 25% (Tk. 6,00,000)

« Cost of brick = 12% (Tk. 2,88,000)

« Cost of cement = 13% (Tk. 3,12,000)

« Cost of doors and windows = 12% (Tk. 2,88,000)

« Cost of rod = 10% (Tk. 2,40,000)

« Cost of sand and gravel = 5% (Tk. 1,20,000)

« Cost of electricity = 8% (Tk. 1,92,000)

« Cost of plumbing = 10% (Tk. 2,40,000)

« Travel expenses = 2% (Tk. 48,000)

« Other expenses = 3% (Tk. 72,000)

Join The Discussion

Compare listings

Compare